বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিরতণ ও পুনর্বাসনের দাবী

প্রকাশিত:বুধবার, ২৫ মে ২০২২ ০৯:০৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিরতণ ও পুনর্বাসনের দাবী

সুরমাভিউ:-  আর অবহেলা, প্রতিশ্রুতি না দিয়ে বৃহত্তর সিলেট অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী সহ নদী খনন, নদী ভাঙ্গন এলাকায় সরকারি কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি।

২৫ মে বুধবার বিকাল ৩টায় সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের টুকেরবাজারে সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে এক মানববন্ধন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, টুকেরবাজার এলাকাটি নদী, খাল-নালা কেন্দ্রিক হওয়ায় সহজে বন্যার পানি এলাকার বাসা-বাড়িতে ডুকে স্থানীয় বাসিন্দাদের বসত, বাড়ি-ঘর ও ফসল হানীর মত ঘটনা ঘটে। সেখানে কৃষক, জেলে ও ব্যবসায়ী পরিবাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দুর্ভোগের শেষ নেই। এলাকার নদী ভাঙ্গনের কারণে অনেক গ্রাম, বাড়ি-ঘর, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্তরা কোন সরকারি সাহায্য-সহযোগিতা পায়নি। বন্যা শেষে মানুষের মাঝে যাতে মহামারি ছড়িয়ে পড়তে না পারে সেজন্য গুরুত্বপূর্ণ এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন এবং পর্যাপ্ত ত্রাণ দিতে সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, সিলেটের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষক, জেলে ও ব্যবসায়ী সম্প্রদায়কে সহজ শর্তে সরকারি ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ সুবিধা দেয়ার আহবান জানানো হয়। সিলেটের বিভিন্ন এলাকায় অনতিবিলম্বে সুরমা-কুশিয়ারা নদী খনন ও নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান বক্তাগণ।

মানববন্ধনে বক্তব্য দেন, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহবুবুর রহমান খালেদ ও জাদুশিল্পী বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু, গণদাবী নেতা রিয়াজ উদ্দিন আহমদ, বিশিষ্ট সমাজসেবক হাজী জুনায়েদ আহমদ, টুকেরবাজার রশিদিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা উসমান গনি, জৈন্তাপুর ডিগ্রি কলেজের প্রভাষক ফয়সল আহমদ, সিলেট উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ এ.এম শিহাব উদ্দিন, টুকেরবাজার ইউপির ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মালেক, টুকেরবাজার কমিটির সেক্রেটারী নেফাজ আহমদ।

মানববন্ধনে গণদাবী পরিষদ নেতা লয়লুছ আহমদ চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা হিউম্যান হলার লেঙ্গুন কোর্ট পয়েন্ট শাখা সভাপতি শফিক আহমদ, সাধারণ সম্পাদক ওসমান গনি, সহ সভাপতি সিরাজ উদ্দিন, সিলেট বিভাগ যুব কল্যাণ ঐক্য পরিষদের সেক্রেটারী এমাদ উদ্দিন, যুব নেতা আমীন তাহীমদ, সিলেট ল’ কলেজের ছাত্র ময়নুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ