বন্যার্তদের জন্য উপহার পৌছে দিলো ফুড ব্যাংকিং টিম

প্রকাশিত:বুধবার, ২৫ মে ২০২২ ০৮:০৫

বন্যার্তদের জন্য উপহার পৌছে দিলো ফুড ব্যাংকিং টিম

সুরমাভিউ:-  পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে সিলেটে সৃষ্টি হওয়া বন্যার পানি কমলেও কমেনি বন্যার্তদের দুর্ভোগ। এখনো কর্মস্থলে যেতে পারেনি হাওর এলাকার কর্মজীবী মানুষ। রান্না ঘরের চুলো জ্বলে নি অনেক পরিবারে। তাদের এই কষ্ট দূর হতে লাগবে আরো কয়েকদিন।

ফুড ব্যাংকিং টিম হাওর এলাকার মানুষের কথা ভেবে তাদের জন্য শুকনো খাবার উপহার হিসাবে নিয়ে। সিলেটের ভোলাগঞ্জে নৌকায় ঘুরে ঘুরে বানবাসী মানুষের উপহার পৌছে দেয়।

মঙ্গলবার (২৪ মে) কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকায় শতাধিক উপহার সামগ্রী পৌছে দেন ফুড ব্যাংকিং টিমের সংশ্লিষ্টরা।

ফুড ব্যাংকিং টিমের এডমিন সাইদুল জানান, বানভাসি মানুষ রাস্তা না থাকায় নৌকায় চলাচল করতে হচ্ছে। বাজার অনেক দূরে থাকায় কিছু কিনে আনতেও অনেক কষ্ট পোহাতে হচ্ছে। ঘরের চুলো এখনো জ্বালাতে পারে নি অনেক হাওরবাসী মানুষ।

ফুড ব্যাংকিং টিমের এডমিন মাসুদুর রহমান মাসুদ জানান, আকস্মিক বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে হাওর এলাকার মানুষ। অনেকের ঘর বাড়ি তলিয়ে গেছে পানির নিচে। ক্ষেত-কৃষি পুরোটাই নষ্ট হয়েছে।

তিনি জানান, প্রত্যক্ষ করে দেখা গেছে হাওর এলাকার মানুষ এখনো বন্যার ক্ষতি থেকে সেড়ে উঠতে পারে নি। কর্মস্থলেও যায় নি অনেক মানুষ। কিছু এলাকায় একবারের জন্য শুকনো খাবার পৌছালেও তা অনেক স্বল্প। আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো। ফুড ব্যাংকিং টিমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান মাসুদ। বিশেষ করে চট্টগ্রামের স্পন্দন ফাউন্ডেশনকে আর্থিক সহযোগীতা করার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন, ফুড ব্যাংকিং টিমের এডমিন মাসুদুর রহমান মাসুদ, সাইদুল ইসলাম রুমেল, সিদ্দিকুর রহমান, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাহবুবুর রহমান, জাকির আহমদ, আনোয়ার হোসেন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ