ছাতকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে খেলাফত মজলিস

প্রকাশিত:বুধবার, ২৫ মে ২০২২ ০৮:০৫

ছাতকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে খেলাফত মজলিস

ছাতক প্রতিনিধি:-  ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ২টায় ছাতক উপজেলা শাখা খেলাফত মজলিসের উদ্যোগে উপজেলার চরমহল্লা ইউনিয়ন কমপ্লেক্সে দুই শতাধিক অসহায় জনসাধারণের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রিয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সহ-সভাপতি সাখাওয়াত হোসাইন মোহন, সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, উপদেষ্ঠা মাওলানা ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আখতার হোসাইন ও হাফেজ মুহিবুর রহমান শিবলু, সিলেট বিমানবন্দর শাখার সভাপতি হাফেজ কামরুল ইসলাম, ছাতক পৌর শাখার সভাপতি জহিরুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা ফারুক আহমদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ কামাল সাজু, ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি ক্বারী ছালেহ আহমদ, খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা রশিদ আহমদ, ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ তহুর আহমদ নোমান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবদুল ওয়াদুদ, নির্বাহী সদস্য ইয়াহইয়া খান, মফতি আবদুর রব, নজরুল ইসলাম, মাওলানা জাহিদ হোসাইন প্রমূখ।

এরআগে সকাল ১১টায় খেলাফত মজলিস ছাতক পৌর শাখার উদ্যোগে লাল মসজিদ সংলগ্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ দেড়শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পৌর শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ জাবেদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রিয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল।

এসময় পৌর শাখার সহ-সভাপতি দ্বীন মুহাম্মদ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সুলাইমান তালুকদার, হাফেজ সিদ্দিক আহমদ, মাওলানা ফখরুল আমীন, মাওলানা ইমদাদুল হক, মাওলানা মঞ্জুরুল হক চৌধুরী, মাওলানা আবুল কালাম, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা লায়েক আহমদ, মাওলানা আজাদ আহমদ, আবদুল হামিদ, মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা ইসলাম উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ