৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৫ মে ২০২২ ০৬:০৫
সুরমাভিউ:- সাম্প্রতিককালের বন্যায় বিপর্যস্ত পুরো সিলেট। বন্যার পানি কমতে থাকলেও সীমাহীন দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত এলাকসমূহের মানুষজন।
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সবক’টি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ‘জনকল্যাণ সোসাইটি জকিগঞ্জ। এদিকে কানাইঘাট, গোয়াইনঘাট এবং জৈন্তাপুরে পানিবন্দি অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২৪ মে) জকিগঞ্জের সমাজসেবামূলক সংগঠন ‘জনকল্যাণ সোসাইটি জকিগঞ্জ’র উদ্যোগে উপজেলার পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ১৩টি স্পটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলার ৮নং কসকনকপুর ইউপিস্থ হাজি জমশেদ আলী একাডেমী মাঠে সকাল ১০টায় এই ত্রাণ কার্যক্রমের উদ্বোধন শেষে বারঠাকুরি বাজার, আমলশীদ স্টেশন, ভরণ সুলতানপুর মাদরাসা মাঠ, জকিগঞ্জ প্রেসক্লাব, হাড়িকান্দি মাদরাসা গেইট, গোটারগ্রাম বাজার, কালিগঞ্জ বাজার, জামেয়া ইসলামিয়া কালিগঞ্জ, ঈদগাহ বাজার, টুকের বাজার, শাহগলী স্টেশন হয়ে সর্বশেষ রাত সাড়ে ৮টায় ঘাটের বাজার এসে ত্রাণ বিতরণ কার্যক্রমের সমাপ্তি ঘটে।
দিনব্যাপী এসব কার্যক্রমে বারঠাকুরী ইউপি সদস্য মুহসিন মুর্তজা টিপু চৌধুরী এবং বিরশ্রী ইউপি সদস্য আলহাজ্ব আব্দুস সাত্তারসহ উপস্থিত ছিলেন- সোসাইটির অভিভাবক ফোরামের উপ-প্রধান বিশিষ্ট আলিমে দ্বীন ও দানবীর মাওলানা আবদুর রব, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবু আফিফা আতিকুর রহমান, সহসাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হুযাইফা আফজল, সহকারী অর্থ সম্পাদক মাওলানা আবীদ হোসাইন, অফিস সম্পাদক মাওলানা রিয়াজুল ইসলাম, দাওয়া বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা জয়নাল আবেদিন।
এছাড়া উক্ত কার্যক্রমে উপজেলার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন মাওলানা জাওয়াদুর রহমান, শায়খুল হাদীস মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা জিয়াউর রহমান ফারুকীসহ স্থানীয় গন্যমান্য উলামায়ে কেরাম এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২২ মে রবিবার সোসাইটির অস্থায়ী কার্যালয় জামেয়া মাদানিয়া শাহবাগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পার্শ্ববর্তী উপজেলা কানাইঘাট, গোয়াইনঘাট এবং জৈন্তাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের বিশেষ সহযোগিতা হিসেবে স্থানীয় প্রতিনিধি মাওলানা এবাদুর রহমান, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা রায়হান উদ্দীন ও মাওলানা মাসউদ আজহারের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766