৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৫ মে ২০২২ ০৬:০৫
সুরমাভিউ:- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তীতে জাতীয় শিশু কিশোর কল্যাণ প্রতিষ্ঠান বাংলাদেশ নজরুল সেনা সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৫ মে) বুধবার সকাল ১১টায় নগরীর কুমারপাড়াস্থ কাজী জালালী উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে র্যালি শেষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় শিশু কিশোর কল্যাণ প্রতিষ্ঠান বাংলাদেশ নজরুল সেনা সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক আমিনুর রহমান শিবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্ঠা লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িকতার প্রতীক। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তাঁর লেখনি জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তাঁর কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর গান ও কবিতা ছিল প্রেরণার উৎস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল খালিক, সহকারী প্রধান শিক্ষক মোর্শেদা রহমান চৌধুরী, সংগঠনের সদস্য ফিরোজা আক্তার, তানিয়া সুলতানা, এডভোকেট আব্দুল হাফিজ, মো: আলমগীর হোসেন, অধ্যক্ষ পান্না জান্নাত, সাখাওয়াত হোসেন, সেলিনা আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন প্রমুখ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766