৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৫ মে ২০২২ ০৭:০৫
সুরমাভিউ:- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে তৃতীয় বার বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। (২৫ মে) বুধবার বিকাল ৪টায় বাদাঘাট উমাইর গাঁও এলাকায় ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে বক্তার বলেন, সুরমা বয়েজ ক্লাব সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এসব কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় কষ্টপীড়িত পানিবন্দি মানুষদের মধ্যে খাবার বিতরণ করে যাচ্ছি। অসহায় মানুষের পাশে সুরমা বয়েজ ক্লাবের মতো সমাজের বিত্তবাদের এগিয়ে আসার আহ্বান জানান।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য গপ্পু বাহাদুর, এলাকার বিশিষ্ট মুরব্বি তেরা মিয়া, সনছার আহমদ, মুক্তাদির আহমদ মোছা প্রমুখ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766