ভিক্ষার টাকা নিয়ে সিলেটে যেন না আসে কলরব : ক্ষমা না চাইলে মামলা

প্রকাশিত:মঙ্গলবার, ২৪ মে ২০২২ ০৭:০৫

ভিক্ষার টাকা নিয়ে সিলেটে যেন না আসে কলরব : ক্ষমা না চাইলে মামলা

সুরমা ভিউ ডেস্ক:-  সিলেটে বন্যায় আক্রান্ত উপজেলাগুলোতে ত্রাণ বিতরণের জন্য রাজধানী ঢাকায় ট্রাকে মিউজিক বাজিয়ে ত্রাণ সহায়তা আদায় করে বেশ সমালোচনায় এসেছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব।

গত তারিখ ঢাকার মূল সড়ক সহ বিভিন্ন অলি-গলিতে ট্রাক নিয়ে ত্রাণ সহায়তা তুলতে দেখা যায় কলরবের পরিচালক হাফেজ আবু সুফিয়ান সহ সংগঠনটির শিল্পীদের। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও লাইভ ভিডিও সম্প্রচার করেন কলরবের তারা। এই ভিডিও মূহুর্তেই নজর কাড়ে সিলেটবাসীর।

এই নিয়ে তুমুল সমালোচনার ঝড় তুলেন সিলেটবাসীরা। অনেকেই সিলেটের মান-সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা। তাছাড়া কলরবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও জোর দাবী করেন।

এদিকে সিলেটবাসীর পক্ষ থেকে কলরবের সিলেট ত্রাণ কার্যক্রমকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজকর্মী সলমান চৌধুরী। তিনি জানান,কলরব প্রকাশ্যে মাইকিং করে পুরো দেশবাসীর কাছে সিলেটর মান-সম্মান ক্ষুন্ন করেছে। সিলেট একটি পবিত্র শহর,এইখানে শায়িত রয়েছেন ওলিকুল শিরোমনী হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহপরাণ (রঃ) সহ ৩৬০ আউলিয়ার অনেকেই। অতীতেও সিলেটবাসী নানা রকম দূর্যোগকালীন সময় মোকাবেলা করে এসেছে,আগামীতেও যেকোন দূর্যোগ মোকাবেলায় তারা বদ্ধ পরিকর বলে জানান তিনি।

তিনি আরো বলেন সিলেটবাসী কখনোই নেয় না,সিলেটবাসী বরং দিতে জানে। দ্রুত সময়ের মধ্যে যদি কলরব প্রকাশ্যে তাদের ভূল স্বীকার না করে তাহলে তাদের বিরুদ্ধে মানহানিকর মামলা দায়ের করা হবে।

এই ব্যাপারে কলরবের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সবকটি নাম্বার বন্ধ পাওয়া যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ