ঐতিহাসিক ফারাক্কা দিবস স্মরণে ন্যাপ ভাসানীর সমাবেশ

প্রকাশিত:মঙ্গলবার, ২৪ মে ২০২২ ০৭:০৫

ঐতিহাসিক ফারাক্কা দিবস স্মরণে ন্যাপ ভাসানীর সমাবেশ

সুরমাভিউ:-  শুস্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য ৮ বিভাগে ৮ টি ব্যারেজ চাই। ঐতিহাসিক ফারাক্কা দিবস স্মরণে ফারাক্কার বিকল্প নদী খনন বন্যা ও বৃষ্টির সংরক্ষণের প্রকল্প দাবিতে ন্যাপ ভাসানীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মে) নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্টে ঐতিহাসিক ফারাক্কা দিবস স্মরণে ফারাক্কার বিকল্প নদী খনন বন্যা ও বৃষ্টির সংরক্ষণের প্রকল্প দাবিতে ন্যাপ ভাসানীর সমাবেশ অনুষ্ঠিত হয়।

ন্যাপ ভাসানী কেন্দ্রীয় চেয়ারম্যান বঙ্গদীপ এম. এ. ভাসানীর সভাপতিত্বে ও কবি কামাল আহমদের পরিচলানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গদীপ এম. এ. ভাসানী। তিনি বলেন সিলেট সুরমা নদীর খনন করা না হলে প্রতি বছর বন্যায় কবলিত থাকবে। সিলেটের মানুষ সরকারের প্রতি দাবি জানান বন্যায় সবাাইকে বাড়ী বাড়ী গিয়ে সাহায্য পৌছে দিন।

এসময় উপস্থিত ছিলেন এ. এ. আলী জালাবাদী, দেলোয়ার হোসেন ইমতিয়াজ, এম. জি. কিবরিয়া শহীদুল হক নগরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ