৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২২ মে ২০২২ ০৯:০৫
সুরমাভিউ:- বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগের অঙ্গ সংগঠন বন্যার্তদের মাঝে কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, যেকোন সঙ্কট-দুর্যোগে দেশের মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে আওয়ামী লীগ। দেশের কোন মানুষ এ সঙ্কটকালে না খেয়ে থাকবে না। শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে হাহাকার নেই, দেশের মানুষ কষ্টে নেই। আজকে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা কমিটি যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবীদার।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা কমিটির উদ্যোগে নগরীর কুশিঘাট বাজার, বুরহানাবাদ এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট জেলা কমিটির সভাপতি এম এন নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলার ও প্যানেল মেয়র মো: শাহজাহান, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা আসাদ উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম আরিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আফাজ ও নজরুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সহ-সভাপতি মোঃ আরশ আলী, ফয়জুল ইসলাম আরিজ, হাজী মোঃ বিলাল উদ্দিন, টুটুল গাজী, আব্দুল মছব্বির, আবু বাকার, মিন্টু বিশ্বাস, কামাল হোসেন, মোঃ ফয়সল, ধনু রাম দাস, কালা মিয়া, সুমন মিয়া, আব্দুল্লাহ আল মামুন, আবু ইউসুফ, দেলোয়ার হোসেন, টুলটিকর সমাজ কল্যাণ সমিতির সভাপতি জব্বার আহমদ পাপলু, লিটন আহমদ, আফজল আহমদ, আব্দুল্লাহ, তামিম ইকবাল প্রমুখ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766