দোয়ারাবাজারে পানিববন্দি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

প্রকাশিত:রবিবার, ২২ মে ২০২২ ০৯:০৫

দোয়ারাবাজারে পানিববন্দি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

দোয়ারাবাজার( সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাইজখলা ও তেগাংগা গ্রামে পানিবন্দি ৫৬টি বন্যা দূর্গত পরিবারকে ত্রাণ দেওয়া হয়।

উপজেলা প্রশাসনে পক্ষ থেকে বানভাসি মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ,সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আম্বিয়া আহমদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, প্রমুখ।

ত্রান বিতরণ কালে জেলা প্রশাসক বলেন, ভারী বৃষ্টিপাতের কারনে সুনামগঞ্জ জেলার বন্যায় বেশী ক্ষতিগ্রস্থ হয়েছেন ছাতক ও দোয়ারাবাজারে অনেক মৎস্য খামারী ও কৃষকরা। বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও পানিবন্ধি মানুষদের পাশে ত্রান বিতরণ অব্যাহত রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য খামার ব্যবসায়ী ও কৃষকদের তালিকা করা হবে। পরবর্তীতে সকল ক্ষতিগ্রস্থদের কৃষকদের সরকারী প্রনোদনার ব্যবস্থা করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ