৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২২ মে ২০২২ ০৮:০৫
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জ দোয়ারবাজার উপজেলার দক্ষিণ কলাউড়া গ্রামের গরু ব্যবসায়ী আনোয়ার ওরফে নতুন আনোয়ার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে স্বস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
হামলায় আনোয়ার হোসেন (২৫) ও তার স্ত্রী রুনা বেগম (২৩) মা রোকেয়া বেগম (৫৫) গুরুতর আহত হয়েছে। আহতরা সিলেট জে এম জি ওসমানি মেডিকেল কজেলে চিকিতসাধীন। এই ঘটনার মামলায় প্রথমিকভাবে মোঃ কাশেম ভূঁইয়া,মোঃ কাইছার ভূঁইয়াকে আটক করেছে দোয়াবাজার থানা পুলিশ। মোঃ কাইয়ুভূঁইয়া ও দুলাল ভূঁইয়া পালাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,আনোয়ারের বাড়ির সীমানা দেয়ালের পাশে কাশেম ভূঁইয়ার ফসলি জমি, প্রায় সময় আনোয়ারের বাড়ির বাউন্ডারির দেয়ালের পাশ ঘেষে গর্ত করে মাটি কাটে কাশেম ভূঁইয়া,এতে করে বাড়ির বাউন্ডারির দেয়ার ভেঙ্গে যাওয়ার পথে এবং কিছু অংশ হেলে যায়, বাউন্ডারির দেয়ার রক্ষার্থে আনোয়ার কাশেম ভূঁইয়াকে বাউন্ডারির পাশ ঘেষে মাটি কাটতে বাধা দেয়া, এই নিয়ে তর্কা তর্কি হয়। এতে ক্ষীপ্ত হয়ে শুক্রবার (২০ মে) সকালে একই কলাউড়া মার্কেটের মোঃ কাশেম ভূঁইয়া তার ছেলে কাউছার ভূঁইয়া,কাইয়ু ভূঁইয়া ও আত্ময়ীয় স্বজনসহ ৯ জন আনোয়ারের বাড়ির গেইট ভেঙ্গে প্রবেশ করে দা,লোহার রড, লাঠি দিয়ে সবার ওপর অর্তিক হমলা চালায়। হামলায় আনোয়ারের মায়ের হাত বেঙ্গে যায়, আনোয়ার তার স্ত্রী গুরুতর আহত হয়।
আনোয়ার বলেন, কাশের ভূঁইয়া আমার বাড়ির বাউন্ডরীর পাতা দেয়ালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে উক্ত দেয়ালের নীচ দিয়ে অন্যায় ভাবে মাটি কাটে আমি প্রথম জিজ্ঞাসা করায় আমার ওপর উত্তেজিত হয়ে হামালা চালায়। আমার মা ও স্ত্রী বর্তমানে সিলেট ওসমানিতে ভর্তি। কারণ আমি মধ্য কলাউড়া থেকে এখানে এসে জায়গা কিনে বাড়ি করছি এখানে আমার কোন আত্মীয় নাই বলে আমাকে একা পেয়ে আমার ওপর প্রায় অত্যাচার করে। আমাকে মেরে ফেলে লাশ গুম করার হুমকিও দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, কাশের ভূঁইয়া ও তার ছেলেরা সরকার দলীয় প্রভাব খাটিয়ে এবং মহিবুর রহমান মানিক এমপির নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে থাকে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষের বাড়িতে হামলা চালানো তাদের পেশা। কলাউড়া মার্কেটে আসা ক্রেতাদের সাথেও কাশের ভূঁইয়ার পরিবারের লোকজনের প্রায় ঝগড়া হয়। নিজের আত্মীয়দেরে ওপর প্রায় সময় অস্ত্র নিয়ে হামলা চালায় কাশের ভূঁইয়া ও তার ছেলেরা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বলেন, এই ঘনায় আনোয়ার থানায় অভিযোগ করেছেন ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে আমরা সাথে সাথে মামলা নিয়েছি এবং ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করেছি, বাকী আসামীদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766