৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২১ মে ২০২২ ০৭:০৫
সুরমাভিউ:- শুক্রবার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে নসকস সদস্যবৃন্দ সামর্থ্যানুযায়ী সাহায্যের হাত প্রসারিত করেন।
দেশ-বিদেশে অবস্থানরত নসকস সদস্যদের আন্তরিকতা ও সাহস প্রদানে আমরা বন্যা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হই।
নরসিংপুর সমাজ কল্যান সংস্হা ( নসকস) এর সভাপতি জনাব শফিকুল ইসলামের ব্যবস্হাপনায় ও সেক্রেটারি তোফাজ্জল হোসাইনের পরিচালনায় নরসিংপুর ইউনিয়নের রহিমের পাড়া, শারফিন নগর ও খাইরগাঁও গ্রামের একাংশে বন্যা ক্ষতিগ্রস্থ প্রায় অর্ধশতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্হিত ছিলেন নসকস এর সাবেক সভাপতি ও উপদেষ্টা মু.রফিকুর রহমান, সিনিয়র সদস্য আব্দুল মনাফ, মকবুল হোসেন, আবুল খায়ের, সমাজ কল্যান সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল মিয়া, কাইম উদ্দিন, নজরুল ইসলাম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পুর্ব নির্ধারিত সময়ানুযায়ী নৌকা দিয়ে এলাকার বিভিন্ন গ্রামের লোকদের বাড়িঘর ও ক্ষয়ক্ষতির অবস্থা অবলোকন করি ও তাদের খোঁজ খবর নেই। মানুষের দুঃখ- দুর্দশা দেখে চোখের পানি আটকানো কঠিন হয়ে যায়। বন্যার্ত পানিবন্ধী মানুষের কারও ঘরে খাবার আছে চুলাতে চাল বসানোর সুযোগ নেই, কারও ঘরে খাবার নেই, ঘর থেকে বেরোনোর সুযোগ নেই, কেউ কেউ তলিয়ে যাওয়া ঘর তালাবদ্ধ করে অন্যত্র আত্মীয়ের বাড়ীতে আশ্রয় নিয়েছেন বাঁচার তাগিদে।
চাহিদার তুলনায় সাহায্যের পরিমান অত্যন্ত কম। দেশ বিদেশের বিত্তবান ব্যাক্তি, জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে বন্যার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766