খুরমা দক্ষিন ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদকের বন্যা কবলিত এলাকা পরিদর্শন

প্রকাশিত:শুক্রবার, ২০ মে ২০২২ ০৭:০৫

খুরমা দক্ষিন ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদকের বন্যা কবলিত এলাকা পরিদর্শন

ছাতক প্রতিনিধি:-  ছাতকের খুরমা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব শুক্রবার দিনব্যাপী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি অসহায় হয়ে পড়া মানুষের সাথে কথা বলেন।

বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে মুহিব রহমান মুহিব বলেন, সরকারিভাবে বানভাসি মানুষের মাঝে এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণসামগ্রী বিতরণকরা হয়নি। তীব্র খাদ্য সংকটে এসব দুর্গত মানুষের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। সেই সঙ্গে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গবাদি পশুর খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে বন্যাদুর্গত এলাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এভাবেই সীমাহীন দুঃখ-কষ্টে দিন কাটছে বানভাসি মানুষের। বিভিন্ন স্থানে ত্রাণের জন্য হাহাকার দেখা দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা আশিকুর রহমান ইমন, যুবদল নেতা অলিউর রহমান, শেখ তারেক, মাহবুবুর রহমানসহ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ