বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী’র মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ০৫:০৫

বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী’র মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক

সুরমাভিউ:-  আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গানের রচয়িতা, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ এই সাংবাদিক বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (১৯ মে ২০২২ বৃহস্পতিবার) সকাল ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

মরহুম আব্দুল গাফফার চৌধুরী বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা মোসাম্মৎ জহুরা খাতুন। তিন ভাই, পাঁচ বোনের মধ্যে বড় ভাই হোসেন রেজা চৌধুরী ও ছোট ভাই আলী রেজা চৌধুরী। বোনেরা হলেন মানিক বিবি, লাইলী খাতুন, সালেহা খাতুন, ফজিলা বেগম ও মাসুমা বেগম।

আবদুল গাফফার চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস, আবদুল গাফফার চৌধুরী স্মৃতিকথা, ছোটদের উপন্যাসও লিখেছেন তিনি। ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’, ‘সম্রাটের ছবি’, ‘ধীরে বহে বুড়িগঙ্গা’, ‘বাঙালি না বাংলাদেশি’সহ তার প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় ৩০। এছাড়া তিনি কয়েকটি পূর্ণাঙ্গ নাটক লিখেছেন। এর মধ্যে রয়েছে ‘একজন তাহমিনা’ ‘রক্তাক্ত আগস্ট’‘ ও পলাশী থেকে বাংলাদেশ’,।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী আমৃত্যু তাঁর মেধা, মনন, কর্ম ও লেখনিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেছেন। বাঙালি জাতির অসাম্প্রদায়িক মননকে ধারণ করে তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির সামনে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে আমৃত্যু কাজ করে গেছেন। তিনি মুক্তিযুদ্ধের সময় সাপ্তাহিক জয় বাংলা পত্রিকায় বিভিন্ন লেখালেখির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন। পরবর্তীতে তিনি প্রবাসে থেকেও তার লেখনীর মাধ্যমে বাঙালির মুক্তিযুদ্ধের আদর্শ দেশি-বিদেশি গণমাধ্যমে তুলে ধরেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন বিজ্ঞ ও পুরোধা ব্যক্তিত্বকে হারালো যিনি তাঁর লেখা ও গবেষণায় আমাদের বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ