আহত পুলিশ সদস্যদের দেখতে সিলেট মহানগর যুবলীগ

প্রকাশিত:মঙ্গলবার, ১৭ মে ২০২২ ০৮:০৫

আহত পুলিশ সদস্যদের দেখতে সিলেট মহানগর যুবলীগ

সুরমাভিউ:-  সিলেটে জামায়াত-শিবিরের হামলায় আহত কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির এএসআই নিশু লাল দে কে দেখতে মঙ্গলবার (১৭মে) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ছুটে যান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহ দলের নেতাকর্মীরা।

এসময় আলম খান মুক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর সাথে তাৎক্ষনিক মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে দেন। ফোনে পররাষ্ট্রমন্ত্রী  আহতদের চিকিৎসার খোজ নেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আহত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জামায়াত-শিবিরের নৈরাজ্য রুখতে পুলিশসহ প্রশাসন অভিযান চালিয়ে যাচ্ছেন। জামায়াত-শিবিরের রোষানলে পড়ে অনেকে আহত হচ্ছেন। আমরা জামায়াত-শিবিরের এসব নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তিনি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোজখবর নেন এবং দ্রুত সুস্থ্যতা কামনা করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ