গোলাপগঞ্জে বাঁচাতইল হাওড় থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত:সোমবার, ১৬ মে ২০২২ ১১:০৫

গোলাপগঞ্জে বাঁচাতইল হাওড় থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জে বাঁচাতইল হাওরে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ভাসমান নবজাতক অবস্থায় একটি মেয়ে শিশুর অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার বাঘা ইউনিয়নের বাঘা কালাকোনো বাঁচাতইল হাওর থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলাত বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের সাবেক মেম্বার মহরম আলীর দোকানের পিছনে বাঁচাতইল হাওরের পানিতে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি নবজাতক মেয়ে শিশুর লাশ দেখতে পান। পরে তারা লাশটি ডাঙ্গায় তুলে তাৎক্ষণিক বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা হারুনুর রশীদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ