ছাতক-দোয়ারা ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

প্রকাশিত:রবিবার, ১৫ মে ২০২২ ০১:০৫

ছাতক-দোয়ারা ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

সুরমাভিউ:-  সিলেটে অবস্থানরত ছাতক দোয়ারাবাসীর সামাজিক সংগঠন ছাতক-দোয়ারা ফোরাম সিলেটের ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।

১৪ই মে রোজ শনিবার নগরীর মদিনা মার্কেটস্হ চিলি রেস্টুরেন্টে ফোরামের সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ইসলামী সেন্টারের পরিচালক ভাটি অঞ্চলের বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা মাওলানা তোফায়েল আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দনগড় ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, এডভোকেট রেজাউল করিম তালুকদার, মাওলানা জুবায়ের আহমদ কুরসি, ফোরামের সহ-সভাপতি সিলেট সেন্ট্রাল কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি বিশিষ্ট আইনজিবি এডভোকেট শফিকুল ইসলাম, আলাউর রহমান আলাল, মাওলানা আব্দুল লতীফ, ফোরামের সহকারী সেক্রেটারী এনামুল হক রুবেল, ইঞ্জিনিয়ার জাফর আলী, নজমুল হোসেন, সাবেক ছাত্রনেতা রুহেল আহমদ।

এসময় আরোও উপস্থিত ছিলেন ওলিউর রহমান অলিউর রহমান সাদ্দাম, এখলাছুর রহমান আবিদ, আবুল খয়ের, সাংবাদিক আবু জাবের, শাহ ওবায়দুর রহমান, সাইদুজ্জামান, মাওলানা আব্দুল হক, কুতুব উদ্দিন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সহ কুরআন তেলওয়াত, ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

পরিশেষে দেশ ও জাতির কল্যান এবং অসুস্থ রোগীদের সুস্থতা কামনা করে দোয়া করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

এ সংক্রান্ত আরও সংবাদ