ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় গ্রাসরুটস নেতৃবৃন্দ আহত

প্রকাশিত:শনিবার, ১৪ মে ২০২২ ০৭:০৫

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় গ্রাসরুটস নেতৃবৃন্দ আহত

সুরমাভিউ:-  ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) নেতৃবৃন্দ জামালপুর থেকে ঢাকা যাওয়ার পথে শুক্রবার সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ শহরের নেত্রকোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩ জন।

জানা গেছে, নেত্রকোনা ও জামালপুর জেলার সম্মেলন শেষে ময়মনসিংহ হয়ে ঢাকায় যাচ্ছিলেন গ্রাসরুটস নেতৃবৃন্দ। পথিমধ্যে ময়মনসিংহ শহরের নেত্রকোনা বাসস্ট্যান্ডে আসার পর তাদের বহনকারী প্রাইভেটকারের সাথে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মারাত্মকভাবে আহত হন গ্রাসরুটসের সিইও হিমাংশু মিত্র, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হেনরি এবং গাড়ির চালক।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে নিশ্চিত করেছেন গ্রাসরুটসের সিইও হিমাংশু মিত্র। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ