সিলেটে আ.লীগের ৪০ নেতাকর্মীর কারান্তরীণের ১৫ বছর পূর্তি উপলক্ষে কর্মসূচী

প্রকাশিত:শুক্রবার, ১৩ মে ২০২২ ১০:০৫

সিলেটে আ.লীগের ৪০ নেতাকর্মীর কারান্তরীণের ১৫ বছর পূর্তি উপলক্ষে কর্মসূচী

সুরমাভিউ:-  ২০০৭ সালের ১৪ মে তৎকালীন সেনা সমর্থিত সরকারের আমলে বাংলাদেশ আওয়ামী লীগের ৪০জন নেতা-কর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে সিলেটে একটি সামাজিক অনুষ্ঠান থেকে গ্রেফতার করা হয়।

দুঃসহ সেই স্মৃতি স্মরণে আগামী কাল ১৪ মে, শনিবার দুপুর ১২ ঘটিকায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে।

সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের উক্ত কর্মসূচি সমূহে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

এ সংক্রান্ত আরও সংবাদ