বিশ্ব রেড ক্রস দিবসে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কর্মসূচি
প্রকাশিত:শনিবার, ০৭ মে ২০২২ ০৭:০৫
সুরমাভিউ:- আগামী ৮ মে (রবিবার) আর্ত মানবতার বিমূর্ত প্রতীক বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ও এই আন্দোলনের প্রতিষ্ঠাতা মহাত্মা জীন হেনরী ডুনান্টের ১৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে-
১/ ৮ মে রবিবার সকাল ৯টায় ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন।
২/ সকাল পৌনে ১০টায় ইউনিট কার্যালয় থেকে শান্তি র্যালি বের হবে।
৩/ সকাল সাড়ে ১০টায় সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের ৪র্থ তলার হলরুমে আলোচনা সভা।
৪/সকাল ১১টায় হলরুমে যুব সদস্যদের সনদ ও আইডি কার্ড বিতরণ।
৫/সকাল সাড়ে ১১টায় আজীবন সদস্য সংগ্রহ ও রক্তদান কর্মসূচি।
এতে সকল আজীবন সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান (জামিল)।