২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০৬ মে ২০২২ ০৭:০৫
সুরমাভিউ:- সিলেটের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী সিলেট ১ আসনের সাবেক সংসদ সদস্য ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাত কামনা করে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ মে শুক্রবার বাদ জুম্মা হজরত শাহজালাল (রাহঃ) মাজার প্রাঙ্গনে সিলেট মহানগর যুবলীগের উদ্দোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলের পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার মরহুম আবুল মাল আবদুল মুহিতের স্মৃতিচারন করেন এবং বাংলাদেশের অর্থনীতি ও সিলেটের উন্নয়নে মরহুম আবুল মাল আবদুল মুহিতের বিশেষ অবদানের কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ বলেন মরহুম আবুল মাল আবদুল মুহিত আজীবন দেশ ও সিলেটের উন্নয়নের জন্য কাজ করে গেছেন, আমরা তাহার রুহের মাগফেরাত কামনা করি মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766