সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কবর জিয়ারতে এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৫ মে ২০২২ ০৪:০৫

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কবর জিয়ারতে এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান

সুরমাভিউ:-  বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, প্রখ্যাত অর্থনীতিবিদ, বরেণ্য রাজনীতিবিদ, লেখক, ভাষাসৈনিক, সাবেক সফল অর্থমন্ত্রী, সাবেক সংসদ সদস্য প্রয়াত আবুল মাল আব্দুল মুহিতের কবর জিয়ারতে করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

উল্লেখ্য এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান সৌদি আরবে পবিত্র উমরাহ পালন শেষে আজ সকালে সিলেট এসে পৌঁছান। সিলেট এসেই প্রথমে আজ বাদ জোহর শ্রদ্ধেয় নেতার কবর জিয়ারতে যান।

এসময় অন্যান্যের মধ্যে ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমশের জামাল, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ: প্রচার সম্পাদক শোয়েব আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ নাসির উদ্দিন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর কার্যনির্বাহী কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা ফেরদৌস চৌধুরী রুহের, শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক সভাপতি রুহুল আমিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ