২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৫ মে ২০২২ ০৬:০৫
সুরমাভিউ:- সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের উপর অতর্কিত হামলার ঘটনায় আরো ৩জনসহ মোট ৫ জন স্বেচ্ছাসেবকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মে) বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানা পুলিশ তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়াইনঘাট থানার পন্নগ্রামে মৃত রাখাল চন্দ্র দাস ছেলে লক্ষ্মণ চন্দ্র দাস (২১) ও একেই উপজেলার ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ সেলিম আহমেদ (২১)। আটককৃত বাকি ৩ জনের এখনও পরিচয় জানা যায়নি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া মুখপাত্র লুৎফর রহমান।
তিনি বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের নির্দেশে অভিযান চালিয়ে জড়িত এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে জাফলংয়ের পরিস্থিতি শান্ত রয়েছে। ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা দিতে সিলেট জেলা পুলিশ বদ্ধপরিকর।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766