১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ০৩ মে ২০২২ ০৭:০৫
রাজধানীর শ্যামপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরিচালিত ইকোপার্কে রাইডার থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি বাবা-মাকে না বলে বন্ধুদের সঙ্গে পার্কে বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাব্বি হোসেন। সে রাজধানীর গেন্ডারিয়ার একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তো। তার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বসাইল গ্রামে। রাব্বির বাবা মোহাম্মদ ঝুনু মিয়া পরিবার নিয়ে পুরান ঢাকার গেন্ডারিয়া কাঠবাগিচা এলাকায় থাকেন। রাব্বির বন্ধু মোহাম্মদ সাঈফ ঢাকা টাইমসকে জানায়, তারা চারজন বন্ধু মিলে গেন্ডারিয়ার বাসা থেকে ইকো পার্কে বেড়াতে যায়। সেখানে গিয়ে রাব্বি রোলার কোস্টার রাইডারে ওঠে। কিন্তু তার অন্য বন্ধুরা ভয়ে ওঠেনি। রোলার কোস্টারটি চলা অবস্থায় একপর্যায়ে রাব্বি নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে বেলা সোয়া ২টার দিকে রাব্বিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত রাব্বির বাবা মো. ঝুনু মিয়া বলেন, ‘মঙ্গলবার সকালে আমরা সবাই বাসায় ছিলাম। আমার ছেলে কখন বাসা থেকে বের হয়ে তিন-চারজন মিলে শ্যামপুর ইকো পার্কে যায়, জানিনা। সেখানে রোলার কোস্টার থেকে নিচে পড়ে যায় বলে খবর পাই। পরে ঢাকা মেডিকেলে এসে ছেলের লাশ দেখি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুল খান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শ্যামপুর থানাকে জানানো হয়েছে।’
শ্যামপুর ইকোপার্ক পরিচালনাকারী বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার বলেন, ‘রোলার কোস্টার প্লেনের মতো এবং চালু করার আগে যারা এতে ওঠে তাদের বেল্ট দিয়ে আটকে রাখা হয়। কিন্তু ওই শিশু রোলার কোস্টার চলার সময় বেল্ট খুলে দাঁড়াতে গিয়ে নিচে পড়ে আহত হয়। ওই কোস্টারের কোনো কিছু ছিঁড়ে যায়নি বা যান্ত্রিক ত্রুটি ছিল না।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766