২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০১ মে ২০২২ ০৭:০৫
সুরমাভিউ:- সাবেক অর্থমন্ত্রী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর প্রতিষ্ঠাতা সভাপতি, বরেণ্য অর্থনীতিবিদ, সিলেটের কৃতিসন্তান আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট কমিটির নেতৃবৃন্দ।
রোববার (১ মে) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বাপা সিলেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার জামিল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম মরহুমের রুহের মাগফেরা কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ভাষাসংগ্রামি আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের পরিবেশ প্রকৃতি রক্ষার আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন। বাপা সিলেট ও হবিগঞ্জ কমিটি গঠনেও তাঁর অনন্য ভূমিকা ছিলো। তাঁর হাত ধরে বাংলাদেশের অর্থনীতি গতিশীল ও সমৃদ্ধ হয়েছে।
জনাব আবুল মাল আবদুল মুহিত আমৃত্যু রাষ্ট্র-সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক ও পরিবেশবিদকে হারালাম। যা সহজে পূরণ হওয়ার নয়। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন- এই দোয়া করি।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766