মৌলভীবাজারের কমলগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশিত:রবিবার, ০১ মে ২০২২ ০৮:০৫

মৌলভীবাজারের কমলগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য গ্রামে বসত ভিটার বেড়া নিয়ে  আপন  বড় ভাই ছোট ভাইকে বেদড়কভাবে পিটিয়ে মারাত্মক জখম করেন। পরে আহত অবস্হায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সোমবার (১ মে)  দুপুর ২ টার দিকে আহত খালেদুর রহমান (৪২) মারা যান।
ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্হলে পৌঁছালে ঘাতক বড় ভাই মানিক মিয়া (৬০) ও তার স্ত্রীকে আটক করেন।
গ্রামবাসী ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, পতনউষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য গ্রামের মানিক মিয়া ও তার ছোট ভাই খালেদুর রহমানের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ ছিল। রোববার সকালে ছোট ভাই খালেদ ঝাড় থেকে বাঁশ কেটে ফেলায় বড় ভাই মানিক মিয়া লাটি দিয়ে ছোট ভাইকে বেদড়কভাবে পেটায়। বড় ভাইর লাটির আঘাতে ছোট ভাই কোনো জবাব না দিলে সে গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লৃুটিয়ে পড়ে। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা দুপুর ২টায় তাকে মৃত ঘোষণা করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রহমান গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঘটনা ঘটলেও এ বিষয়ে পুলিশ ফাঁড়ি কিছুই জানে না। সিলেট হাসপাতালে আহত খালেদের মৃত্যুর খবর পেয়ে তারা পূর্ব শ্রীসূর্য গ্রাম থেকে স্ত্রী মাহমুদা খাতুনসহ ঘাতক মানিক মিয়াকে আটক করে ফাঁড়িতে এনেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ