২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০১ মে ২০২২ ০৬:০৫
সুরমাভিউ:- পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর কাজিটুলা ইউ.কে প্রবাসীদের উদ্যোগে ১৭নং ওয়ার্ডের কাজিটুলা এলাকায় শনিবার (২৯ এপ্রিল) রাতে ২ শতাধিক পরিবারের মাঝে ৬ ব্লকের মাধ্যমে বন্টন করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
জোবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মুস্তাকিম আহমদ চৌধুরী অনির পরিচালনায় বৃহত্তর কাজীটুলা ইউকে প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেখ আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কয়ছর আহমদ, হানিফ আহমদ, সাদ উদ্দিন আহমদ জাবেদ, মো. আলী, মো. লিমন, রাসেল আহমদ, জোসেফ আহমদ, আবুল কাহের সাদি, ফাহাদ আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের বাইরে থেকেও এলাকার অসহায়, দরিদ্র মানুষদের বিভিন্নভাবে সহযোগীতা করে যাচ্ছেন। বৃহত্তর কাজীটুলা ইউকে প্রবাসীরা তাদের কষ্টাজিত উপার্জন থেকে প্রতিবছর রমজানের শুরু থেকেই অসহায়, দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজও এলাকার ২শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766