রাজনৈতিক শিষ্টাচার বহিঃর্ভূত কাজ করেছেন মুক্তাদির : জেলা আ.লীগ

প্রকাশিত:শনিবার, ৩০ এপ্রি ২০২২ ০৮:০৪

রাজনৈতিক শিষ্টাচার বহিঃর্ভূত কাজ করেছেন মুক্তাদির : জেলা আ.লীগ

সুরমাভিউ:-  সাবেক সফল অর্থমন্ত্রী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বৃহত্তর সিলেটের উন্নয়নের রূপকার, আবুল মাল আব্দুল মুহিতকে কটাক্ষ করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি নেতা খন্দকার আব্দুল মুক্তাদির রাজনৈতিক শিষ্টাচার বহিঃর্ভূত কাজ করেছেন। সিলেটের রাজনৈতিক সম্প্রীতিতে আঘাত এনেছেন।

খন্দকার মুক্তাদিরের এমন শিষ্টাচার বহিঃর্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক নিন্দা বার্তায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, সিলেটে রাজনৈতিক সম্প্রীতি দেশে বিরল।

ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী হলেও সিলেটের নেতৃবৃন্দরা বিভিন্ন ইস্যুতে এক টেবিলে বসে সিদ্ধান্ত নেন, যেটা হয়তো খন্দকার মুক্তাদির জানেন না। তাই তিনি এমন কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে নিজের ব্যক্তিত্বকে সিলেটবাসীর সামনে প্রকাশ করেছেন।

বৃহত্তর সিলেট তথা দেশব্যাপী সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুর পর সিলেট বাসীর মত সমগ্র দেশবাসীও যখন শোকে মুহ্যমান এবং মরহুমের জানাজা, মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনে ব্যস্ত তখন সিলেটের বিএনপি নেতা খন্দকার মুক্তাদির তাঁর নিজ ফেইসবুক আইডি থেকে মরহুম আবুল মাল আব্দুল মুহিতের প্রতি কটাক্ষ ও কুরুচিপূর্ণ বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয় তা ধর্মীয় রীতিনীতির ক্ষেত্রেও গর্হিত কাজ। তাঁর এমন বক্তব্যে সিলেটবাসী মর্মাহত।

অনতিবিলম্বে খন্দকার মুক্তাদির তাঁর বক্তব্য প্রত্যাহার করে এমন শিষ্টাচার বহিঃর্ভূত বক্তব্যের জন্য সিলেটবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দাবি করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ