রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুর রবের দাফন সম্পন্ন
প্রকাশিত:শুক্রবার, ২৯ এপ্রি ২০২২ ০৫:০৪
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুর রবের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ২টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা লক্ষীপুর ইউনিয়নের আনোয়ারপুর সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে নিজ বাড়ির পাশে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা আব্দুর রবের দাফনের আগে দোয়ারাবাজার থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় দোয়ারাবাজার জনস্বাস্থ্য প্রকৌশলী আকাশ মিয়া,দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর, এস আই অরুপ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ২ টার সময় নিজ বাড়ি আনোয়ারপুর অসুস্থ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।