৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৯ এপ্রি ২০২২ ১১:০৪
সুরমাভিউ:- পবিত্র ঈদ-উল ফিতর-কে ঘিরে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পকেটমার, ছিনতাই করতে আস্তানা গেড়েছে ২৪/২৫ জনের ছিনতাইকারী সংঘবদ্ধ চক্র। এক অনুসন্ধানে জানা গেছে, সিলেট নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, সুরমা মার্কেট, তালতলা, কাজিরবাজার, দক্ষিণ সুরমা বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন সহ নগরীর বিভিন্ন শপিং মলকে টার্গেট করে পকেটমার, ছিনতাই, ঝাপটা পার্টি, ঔষধ পার্টি, ইনজেকশন পুষ পার্টি তৎপরতা চালাচ্ছে।
নগরীর বন্দরবাজার এলাকাধীন হাসান মার্কেটের পশ্চিম দিকের ফুটপাতে অবস্থিত যাত্রী ছাউনির পিছনে, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের বিআরটিএ ভবনের উত্তর দিকের নীচ তলার বাহির দিকে ওয়ালের মাঝে এই দূধর্ষ অপরাধী চক্র আস্তানা গেড়ে বসে। অপরাধীরা ঘটনার পর ধরা না খেতে এই আস্তানায় ওয়াল টপকিয়ে ঢুকে পড়ে। ঘটনার শিকার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই, পকেট চুরি করা, মালামাল নিয়ে চম্পট দেওয়ার সময় এই চক্রের অন্যান্য লোকজন ভদ্র বেশে ঘটনাকারীকে ছাড়িয়ে নেয়।
যতটি ঘটনা তারা ঘটায় সে সময়কালে আশপাশে উপস্থিত পুলিশ টহল থাকলেও কেউ আর কাছে এসে দাড়ায় না, কিংবা অপরাধীদেরকে ধরা হয় না। ফলে ঘটনাকারীরা পার পেয়ে যায়। তাতে নীরিহরা ক্ষতির শিকার হতে হয়। এই অপরাধ চক্রটি প্রতিদিন বেলা ০২ টার পর থেকে ঐ আস্তানায় যাওয়া-আসা করে। কখনও সন্ধ্যার পর, আর বৃষ্টিপাত হলে ঐ আস্তানায় গিয়ে অপরাধীরা বসে সময় কাটায়। ছিনতাই করা মালামালও সেখানে উপস্থিত ভাগাভাগি করে নেয়া হয়। ঘটনার শিকার ও তাদের ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল কিছু সংখ্যক ব্যবসায়ী, পথচারীদের সাথে আলাপকালে এই সব তথ্য পাওয়া যায়।
সূত্রে জানা যায়, এই ভয়ংকর অপরাধীদের কারণে তারাও আতংকিত। অথচ এসএমপি কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ী থেকে অপরাধীদের আস্তানার দূরত্ব অবস্থান প্রায় ৫০ গজ। অপরাধী চক্রের মধ্যে ০৪টি গ্রুপে বিভক্ত হয়ে অপরাধ কর্মকান্ড চালানো হয়। এই গ্রুপের মধ্যে ১০/১২ বছরের টোকাই শিশু, ১৬/১৭/১৮ বছর বয়সী কিশোর, ২০-২৫ বছর বয়সী যুবক গ্রুপ সহ ৩০/৩৫ বছর বয়সী অপর গ্রুপ অপরাধ কর্মকান্ডে সক্রিয় রয়েছে।
অভিযোগ উঠেছে হাসান মার্কেটের সম্মুখে ওভার ব্রীজের উপর অপরাধ চক্রটির আনাগোনা হয়। সেখান থেকে তাদের নেটওয়ার্কের মাধ্যমে টার্গেট করে গ্রাম থেকে শহরে আসা প্রবাসী ধনী লোককে এই চক্রটি চারদিক ঘিরে প্রকাশ্যে মোবাইল, মানিব্যাগ, হাতঘড়ি সর্বস্ব কেড়ে নিয়ে শাসিয়ে বিদায় দেয়। এরকম ঘটনা বন্দরবাজার হাসান মার্কেটের সম্মুখে বিগত কয়েক বছরে শত শত ঘটনা ঘটেছে।
অপরাধ চক্রের মাঝে একটি চক্র ভালো জামা-কাপড় পরিহিত অবস্থায় সুগন্ধী ঘ্রাণ মেখে অপরাধ কর্মকান্ড চালায়। তাদের কাছে বিভিন্ন প্রকার অস্ত্র এবং পুষ করার ইনজেকশন সহ ঔষধপত্র থাকে বলে জানা যায়। কারো কারো মাথায় স্টাইলের টুপি পরা থাকে। সিটি কর্পোরেশনের ব্যস্ততম এলাকায় এই চক্রটি নানান কর্মকান্ডে লিপ্ত থাকে।
চক্রের ছিনতাইকারী সাজা মিয়া (৩০), ধোপাদিঘীরপাড় শিশু পার্ক এলাকায় মাইন উদ্দিন (৩৫), ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ক্বীন ব্রীজ পুলের মুখ এলাকায় কানা ফারুক (৪০) ও তাজ উদ্দিন (৪২), হৃদয় (২৫) বন্দরবাজার এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড ঘটায়। তারা সকলেই অপরাধ কর্মকান্ডে প্রশিক্ষিত বলে জানা গেছে। এই পেশাদার ছিনতাই চক্রের গ্যাং লিডার সাদ্দাম হোসেন (৪৫)।
সাদ্দাম সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে অপরাধ কর্মকান্ড চালানো নিয়ন্ত্রণ করে। সে কাজিরবাজার এলাকায় কোটি টাকা দামের একটি বিল্ডিংয়ের মালিক হয়। সেটি বিক্রি করে মহানগরীর আরামবাগ-বালুচর এলাকায় ৩ কোটি টাকায় একটি বাড়ী নির্মাণ করে বসবাস করছে বলে সূত্রে জানা গেছে। সাদ্দাম একাধিক খুন-গুমের ঘটনার আসামী বলে জানা যায়। তার চক্রের অন্যান্যরা বহু দূধর্ষ ঘটনাকারী হিসেবে সমাজে চিহ্নিত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা গেছে। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766