যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও ইফতার

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৮ এপ্রি ২০২২ ০৫:০৪

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও ইফতার

সুরমাভিউ:-  ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাজ্য শাখার আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধায় পূর্ব লন্ডনের এক অভিজাত হলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর পরিবারবর্গ, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আকিকুর রহমান আকিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম বাচ্চুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরিফ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তার হুসেন ভূইয়া মিরন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামিম আহমদ, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার আহবাব হুসেন, লন্ডন মহানগর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি শামিম আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ রাসেল।

অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন- সুবেইল আহমেদ, মিছবাহ মাসুম, তমিজুর রহমান চৌধুরী রঞ্জু, জুবেদুর রশিদ, মির্জা আওলাদ বেগ, মাহমুদ আলী, দিলাল আহমেদ, বাবুল খান, আলী আমজাদ চৌধুরী হোসেন, আবুল বাসার বাদশা, আমিনুর রহমান, কামরুল আই রাসেল, ফারদিন ছাদিক, নোমান আহমেদ, আবু বক্কর, সাজ্জাদ আহমেদ, মোহাম্মদ  দিলওয়ার আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ