মৌলভীবাজারে শেরপুর প্রেসক্লাব’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত:বুধবার, ২৭ এপ্রি ২০২২ ১১:০৪
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- সিলেট বিভাগের তিনটি জেলার মিলনস্থল ও শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল এলাকায় অবস্থিত শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল ২৭ এপ্রিল বুধবার স্হানীয় সিটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শিহাবুর রহমানের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর পরিচালনায়, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এম সি কলেজ বিশ্ববিদ্যালয় এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান(অবসর প্রাপ্ত) প্রফেসর ড.মোঃ নেছাওর মিয়া, শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্য পরিমল চন্দ্র দেব, ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহেদ মিয়া, প্যানেল চেয়ারম্যান মোঃ ইলিয়াছ মিয়া, শ্রীহট্ট সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ইয়াছিন সেলিম, ইউ/পি সদস্য রাজন মিয়া।
উপস্থিত ছিলেন, খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আহমদ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আশরাফ আলী খান, মানবাদিকার ইউনিট সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ এন আলী এহিয়া, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান, শেরপুর পুলিশ ফাঁড়ির এ এস আই মশাহিদ কামাল, এএসআই ইসমাইল হোসেন, ইউপি সদস্য মিলন মিয়া, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, ফাহাদ আহমেদ, রিপন মিয়া, আবুল হোসেন, হাফিজ জুবায়ের আহমেদ,রিপন মিয়া, সাম্মু চৌধুরী প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফিজ জুবায়ের আহমেদ, মোনাজাত পরিচালনা করেন শেরপুর আবাসিক জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম।