ছাতক প্রেসক্লাবের ‌দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ২৭ এপ্রি ২০২২ ১১:০৪

ছাতক প্রেসক্লাবের ‌দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাসান আহমদ, ছাতক প্রতিনিধি:-  ১৯৮৫ সালে স্থা‌পিত ছাতক প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।

বুধবার সন্ধ‌্যায় উপজেলার তা‌হির প্লাজার ৩য় তলায় চিলিজ চাইনিজ রেস্টুরেন্টে ক্লাবের সভাপ‌তি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপ‌তিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি ও শাহ আখতারুজ্জামানের যৌথ পরিচালনায় অনু‌ষ্টিত দোয়া মাহ‌ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন।

অনুষ্ঠিত সভায় বিশেষ অ‌থি‌তি ছিলেন,উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায়, উপজেলা ইনস্ট্রাক্টর আহসান হাবিব, বিশিষ্ট ক‌বি সাংবাদিক কলাম লেখক মুকিত রহমানী, সিলেটের দিনকাল পত্রিকার নির্বাহী সম্পাদক নাজমুল কবির পাবেল, উপজেলা প্রকৌশলী আবু মুনসুর মিয়া, মখছছুর রহমান, মুক্তিরগাও জামেয়া মহাম্মদিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান, হাবিব উল্লাহ জামেয়া ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ আলী হুসেন, সুনামগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও ছাতক জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল হোসেন, ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দীক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আমির আলী, নুরুল ইসলাম, বিএনপির পৌর কমিটির আহ্বায়ক সৈয়দ তিতুমীর, জাপার কেন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য জাহাঙ্গীর আলম, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা ফজলুর রহমান।

অনু‌ষ্টিত সভায় অন‌্যন‌্যাদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট গোলাম জিলানী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান শামসু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক বাকী বিল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, ইসলামী ব্যাংক ম্যানেজার মোহাম্মদ সোলেমান, ব্যাংক কর্মকর্তা মাসুদ রানা, অগ্রণী ব্যাংকের অফিসার দেবাশীষ দাস, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, শিক্ষক রেজ্জাদ আহমদ, এস আই মোশাররফ, ফরিদ উদ্দিন, তহশীলদার রেবুল কুমার দাস, সার্ভেয়ার রুহুল আমীন, খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমেদ, সহ সম্পাদক হাফিজ নূর আলম,  ব্যবসায়ী সামসুল হক, হাসান শাহরিয়ার পাপ্পু, নজরুল আলম তালুকদার, মিজানু্র রহমান, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, জয়নাল আবেদীন, বিএনপি নেতা জয়নাল আবেদীন মহি, বি‌ভিন্ন প‌ত্রিকা কর্মরত সাংবাদিক বৃন্দ আতিকুর রহমান মাহমুদ, মাওলানা জুনেদ আহমদ, কামরুল হাসান সবুজ,  আরিফুর রহমান মানিক, নূর উদ্দিন, নাজমুল ইসলাম, মীর আমান মিয়া লুমান, বাদশা মিয়া, আজহার, জুনেদ, পত্রিকা এজেন্ট মা‌লিক মাহমুদ।

‌দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেছেন উপজেলা প‌রিষ‌দ মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল হক।

ইফতার মাহফিলের শুরুতে ক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উ‌দ্দিন তালুকদার উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দুই বছর পর সাংবাদিকদের সঙ্গে সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এ আয়োজন সম্ভব হয়। মাহফিলে যোগ দেয়ায় উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ