৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৭ এপ্রি ২০২২ ১১:০৪
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- কালবৈশাখী ঝরের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। মঙ্গলবার রাতে কালবৈশাখীর তান্ডবে অনেকেরই ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছ পড়ে বেশ কিছু জায়গার সাথে রাত থেকে দুপুর পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অনেক জায়গায় বিদ্যুতের তারের উপর গাছ পড়ে বিদ্যুতের লাইন ছিড়ে গেছে। কয়েকটি জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ট্রান্সফরমার নষ্ট হয়ে। হঠাৎ এই কালবৈশাখীর কবলে পড়ে কোম্পানীগঞ্জ উপজেলার প্রায় কয়েক শত পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কাকুরাইল গ্রামের মাসুক মিয়া জানান, কালবৈশাখীর তান্ডবে ঘরের চাল উড়িয়ে পাশের খালে নিয়ে ফেলেছে। ঘরের খুঁটি পড়ে ছেলে ও ছেলের মা আহত হয়েছেন। দরিদ্র মাসুক মিয়া ঘর হারিয়ে দিশেহারা। ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নারাইনপুর গ্রামের দিনমজুর শিশু মিয়া, তজমুল আলী, গিয়াস উদ্দিনের ঘর বিধ্বস্ত হয়েছে। ঘর হারিয়ে দিশেহারা এসব মানুষ সরকারের সহযোগীতা চান।
কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানাজার মৃণাল কান্তি বলেন, কালবৈশাখী ঝড়ে কোম্পানীগঞ্জ উপজেলার বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১০০টি জায়গায় বিদ্যুতের তার ছিড়ে গেছে। ৩টি বিদ্যুতের খুটি ভেঙ্গে গেছে। কয়েকটি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। কোম্পানীগঞ্জে প্রায় ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, কোম্পানীগঞ্জ উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে ক্ষতিগ্রস্তদের তালিকা চেয়েছি। তালিকা পেলে সহযোগিতার জন্য চাহিদা পাঠানো হবে। ঝরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে টিন ও নগদ টাকা দেওয়ার ব্যবস্তা করা হবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766