যুক্তরাজ্য বিএনপি নেতা আশরাফ হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা আফসর খানের সৌজন্যে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার, ২৬ এপ্রি ২০২২ ১১:০৪

যুক্তরাজ্য বিএনপি নেতা আশরাফ হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা আফসর খানের সৌজন্যে ঈদ সামগ্রী বিতরণ

সুরমাভিউ:-  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, দুঃস্থ ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার, ২৬ এপ্রিল নগরীর ৮নং ওয়ার্ডে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আলহাজ্ব আশরাফ হোসেন ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক  আফসর খানের সার্বিক সহযোগিতায় বাদ যোহর ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট-১ আসনের আগামীদিনের কাণ্ডারী খন্দকার আব্দুল মুক্তাদির।

মহানগর বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ ও পল্লী বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার তুতুর সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক হোসেইন আহমদ  এর পরিচালনায়  অনুষ্টিত প্রোগ্রামে কোরআন  তেলাওয়াত করেন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক  আহমদ ফাহাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আল্লাহতা’য়ালার অশেষ নেয়ামত। এই মাসে সামর্থ্যবানেরা গরীব-দুঃস্হদের সহায়তায় সাধ্যমত এগিয়ে আসে। গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফুটে। আমি আজকের এই মহতি আয়োজনের উদ্যোক্তাদের অন্তরের অন্তঃস্হল থেকে আন্তরিক সাধুবাদ জানাই।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ষড়যন্ত্রে সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী ও উন্নত চিকিৎসা বঞ্চিত। সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই। দেশে সুশাসন নিশ্চিত করতে বিজয়ের পতাকা হাতে আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতন্ত্র নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

বিতরণকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, মহানগর বিএনপির  সাবেক ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের  যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, তুহিন নাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন, মহানগর সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মালেক আহমদ, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ শফি সাহেদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, উসমান গণি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সৈয়দ আমির আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আবির হাসান মোহন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুল হক আসাদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা স্বেচ্ছাসেবক সদস্য আমজাদ হোসেন, মহানগর সদস্য রায়হান আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক মোক্তার আহমদ মোক্তার, মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মকসুদুল করিম, কৃষক দল সদস্য রেজওয়ান আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সামাদ হোসেন সাদ্দাম, মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর, ৮ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাসেল আহমদ বেনু, সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ রনি।

এ সংক্রান্ত আরও সংবাদ