৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৬ এপ্রি ২০২২ ১০:০৪
সুরমাভিউ:- “সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ প্রতিপাদ্য নিয়ে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৬ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষার্থীদের নিয়ে সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম এর সভাপতিত্বে ও সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ স্বপ্নীল সৌরভ রায় এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. এস এম শাহরিয়ার, সিভিল সার্জন সিলেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াদুদ আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের এম ও ডি আর এস ডা. স্নিগ্ধা তালুকদার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিক।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন সিলেট প্রতিদিন পুষ্টিকর খাবার গ্রহনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানজিনা খালিক।
সভাপতির বক্তব্যে সিলেট অগ্রগামী স্কুলের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম বলেন, সিলেট জেলা স্বাস্থ্য বিভাগকে রমজান মাসের মাঝে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। এসময় উপস্থিত ১০০ শিক্ষার্থীদের মাঝে ফ্রুট বাস্কেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766