৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৬ এপ্রি ২০২২ ০৯:০৪
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদরের একটি বাসা থেকে সুমা আক্তার (১৭) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার চাতলপাড় গ্রামের আব্দুল আলীমের মেয়ে।
পুলিশ সুত্রে জানাযায়, গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় সুমা আক্তারকে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ বন্ধ ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুকান্ত চক্রবর্তী লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন প্রাথমিক অবস্থায় আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766