১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২৫ এপ্রি ২০২২ ১২:০৪
সুরমাভিউ:- সিলেট নগরীর ধোপাদিঘির দক্ষিণপারস্থ পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল ২৪ এপ্রিল ২২ রবিবার বিকাল ৪ টায় সিলেট নগরীর ইউনাইটেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, অসহায় নিপিড়ীত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের ভাগ্যন্নোয়নে দিন রাত কাজ করে দেশকে উন্নয়নের মহাসড়কে দাঁড় করাতে সক্ষম হয়েছেন।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা বাংলাদেশ আজ স্বনির্ভর। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মানুষের জন্যই আমাদের কাজ করে যেতে হবে। তিনি পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির ঈদ বস্ত্র বিতরণের প্রশংসা করে বলেন, সমাজের অসহায় মানুষগুলো আমাদেরই বাবা, মা, ভাই, বোন। তাদের মুখে হাঁসি ফোঁটানোর দায়িত্ব আমাদেরই। ঈদের আনন্দকে সবার মধ্যে ছড়িয়ে দিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতি সিলেটের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ সিকান্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি মাসুদ রানা চৌধুরী।
সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিনের পরিচালনায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোঃ হাফিজ উল্লা, সদস্য আব্দুল ওহাব জুবেদ, আজিজুর রহমান, আব্দুর রহিম প্রমুখ।
পরে প্রধান অতিথি আলহাজ্ব শফিকুর রহমান সহ অতিথিবৃন্দ দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। সমিতির সহানুভূতি দেখে খুশি দরিদ্র মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। গরিব, ধনী সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হবে। এ আনন্দে সবাইকে অংশীদার করার জন্য পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির বস্ত্র বিতরণ সত্যি প্রশংসার দাবী রাখে। দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে, তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করার জন্য সবাইকে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766