৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২৫ এপ্রি ২০২২ ০৬:০৪
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- দোয়ারাবাজার উপজেলায় পানিতে ডুবে জাহিদুল ইসলাম(৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার রাত ১০ টার দিগে চেলা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। জাহিদুল ইসলাম উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের আঃ খালেকের ছেলে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে,
শনিবার(২৩ এপ্রিল) সন্ধ্যার দিকে জাহিদুল ইসলাম বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজির একপর্যায়ে জাহিদুল ইসলাম এর বাড়ী হইতে ৫০০ গজ দূরে চেলা নদীর খেওয়া ঘাটে নদী পাড়াপাড়ের মাঝি আইন উদ্দিন তাহার নৌকা বাধিতে গেলে হঠাৎ জাহিদুল ইসলামের লাশ ভাসিয়া উঠে। তখন চিৎকার দিয়া লোকজন ডাকিলে তাহারা দেখিয়া জাহিদুল ইসলাম এর লাশ বলিয়া সনাক্ত করিয়া তাহার বাবা আঃ খালিক।
পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766