শহীদ নূর হোসেন ব্লক ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ
প্রকাশিত:রবিবার, ২৪ এপ্রি ২০২২ ০৯:০৪
সুরমাভিউ:- শহীদ নূর হোসেন ব্লক (দরগা মহল্লা) শাখা ছাত্রলীগের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতারি বিতরন করা হয়েছে। রবিবার (২৪শে এপ্রিল) হজরত শাহজালাল দরগা মিনারগেইটের গলির সম্মুখে বাদ আসর এই ইফতার বিতরণ করা হয়েছে।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, মহানগর আওয়ামীলীগের সদস্য জুমাদিন আহমদ, মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি তাজ আলম, যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন ও মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় প্রায় চারশতাধিক ইফতার ও পানি বিতরণ করা হয়।
ইফতার বিতরণের সময় মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ বলেন, শহীদ নুর হোসেন ব্লক ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক সকল কার্য়ক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে শহীদ নুর হোসেন ব্লক ছাত্রলীগ সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়ায় দলীয় নেতাকর্মীদের তিনি ধন্যবাদ জানান।