রোটারীয়ান পিপি মুহিবুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন : মেয়র আরিফুল হক চৌধুরী

প্রকাশিত:রবিবার, ২৪ এপ্রি ২০২২ ০৯:০৪

রোটারীয়ান পিপি মুহিবুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন : মেয়র আরিফুল হক চৌধুরী

সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মরহুম রোটারীয়ান পিপি মুহিবুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন। মুহিবুর রহমান ছিলেন সত, আদর্শ ও নিষ্ঠাবান একজন মানুষ। তার কর্মময় জীবনে সত্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আজীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল ও রোটারীয়ান পিপি মরহুম মুহিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের পক্ষ থেকে ঈদ খাদ্যসামগ্রী ও হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে। যা প্রশংসীয় উদ্যোগ। তিনি অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল রোটারিয়ান পিপি মুহিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট এর উদ্যোগে ও রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল আর আই ডি-৩২৮২ বাংলাদেশ এর আয়োজনে শনিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের প্রাঙ্গণে বিভিন্ন মাদরাসা ও দরিদ্র অসহায় মানুষের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

রোটারি ক্লাব অব সিলেট সেন্টালের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ শামসুদ্দিন পিএইচএফ এর সভাপতিত্বে ও রোটা: পিপি ইঞ্জিনিয়ার রহুল আলম আরএফএসএম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটা: পিপি তৈয়বুর রহমান আরএফএসএম, রোটা: পিপি এম সিদ্দিকুর রহমান আরএফএসএম, রোটা: পিপি এম জিয়াউল হক এমপিএইচএফ, রোটা: পিপি নজরুল ইসলাম পিএইচএফ, রোটা: হুমায়ন ইসলাম কামাল, আরএসএফএম, রোটা: পিপি এডভোকেট ড. এম শহিদুল ইসলাম পিএইচএফ, রোটা: পিপি সাব্বির আহমদ আরএসএফএম, রোটা: পিপি এম এ রহিম আরএফএসএম, রোটা: পিপি মো: রুহুল আলম আরএসএফএম, রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ, রোটা: জুবায়ের আহমদ, রোটা: ইমদাদ হোসেন, রোটা: মোহাম্মদ আমিরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ