মৌলভীবাজারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত:রবিবার, ২৪ এপ্রি ২০২২ ১২:০৪

মৌলভীবাজারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারে প্রতিষ্ঠিত হবে হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য উন্নতর চিকিৎসাকেন্দ্র। সেবা হোক মানুষের ধর্ম সেই লক্ষ্যেই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) মৌলভীবাজার-দীঘির পাড় সড়কের পাশে ঘড়ুয়া গ্রামে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার এর আয়োজনে প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন এর সঞ্চালনায় এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, মৌলভীবাজার এর সভাপতি সৈয়দ মোসাহিদ আহমেদ চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান মিছবাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমান।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন তৈরিতে ভূমিটি দান করেন ডা. সুধেন্দু বিকাশ দাশ। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অতিথিরা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার এর কার্যক্রম এবং এটি তৈরির সুফলতা সম্পর্কে সবাইকে অবহিত করেন। এবং ঘড়ুয়া গ্রামের মানুষের কাছে এটি তৈরিতে সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ