ছাত্রদল নেতা কামরুলের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

প্রকাশিত:রবিবার, ২৪ এপ্রি ২০২২ ১১:০৪

ছাত্রদল নেতা কামরুলের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক
সুরমাভিউ:-  জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট ল’ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল এর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।
শনিবার (২৩শে এপ্রিল) এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, মরহুম কামরুজ্জামান কামরুল এর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কামরুজ্জামান কামরুল মৃত্যুকালে ছাত্রদল সিলেট ল’ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সম্পাদকের দায়িত্ব পালনে ছিল। সে একজন মেধাবী, সাহসী ও সম্ভাবনাময় ছাত্র নেতা ছিল। দলের সকল কর্মসূচীতে তার প্রাণবন্ত উপস্থিতি অন্যদের অনুপ্রাণীত করতো। ছাত্রদলসহ বিএনপির প্রতি কামরুলের অবদান জাতীতাবাদী দল বিএনপি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ