৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৩ এপ্রি ২০২২ ০৬:০৪
সুরমাভিউ:- সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঐতিত্যবাহী সামাজিক সংগঠন গোটাটিকর ব্রাদার্স ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২২ এপ্রিল শুক্রবার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ছে।
গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি বাবর আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ লিটন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিমন আহমদ এর যৌথ পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।
তিনি বলেন,দুনিয়া ও আখিরাতে সুয়াব হাসিল করতে হলে পবিত্র রমজান মাসে আমাদের হয়রত মোহাম্মদ সাঃ আদর্শের নীতি অনুসরণ করতে হবে। মাহে রামজান কুরআন নাযীলের মাস। কুরআন নাযীলের এ মাসের তাৎপর্য রয়েছে অনেক। রামজানের স্বার্থকতা তার প্রশিক্ষণ, তাকওয়া ও ত্যাগের মাধ্যমে অর্জিত হয়। একজন তাকওয়াবান রোজাদারের তাকওয়ার পরিচয় শুধু উপবাস থাকাতেই নয় বরং তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও তাকওয়া ফুটে উঠে। রোজাকে কার্যকর করতে দান-সাদাকাহ, রাত্রব্যাপী ইবাদত বন্দেগী ও মাসব্যাপী আমল বৃদ্ধি করতে হবে।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিসিকের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব সাইস্তা মিয়া, গোটাটিকর ব্রাদাস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সুমন আহমদ চৌধুরী, সিদ্দিকা মহিলা মাদ্রাসা মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ অনুযারী।
বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সদস্য আব্দুল হাসিব, গোটাটিকর জামে মসজিদের মোতায়াল্লী হাজী তুরন মিয়া, গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রজব আলী রজব, মসজিদ কমিটির সদস্য আলাউদ্দিন চৌধুরী, ক্লাব সদস্য হাজী আব্দুল মুতলিব, লাল মিয়া, নুরুউদ্দিন কন্টাই, ২৭নং ওয়াড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, ওয়ার্ড যুবদলের আহবায়ক মইন খান, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক নিজামুল ইসলাম সুমন, সহসাংগঠনিক সম্পাদক এমাদ হোসেন, অর্থ সম্পাদক রুবেল আহমদ, প্রচার সম্পাদক রফিক আহমদ, সহ-প্রচার জাহিদ হাসান, ক্রিড়া সম্পাদক শিমুল ইসলাম, নবনির্বাচিত ক্রিড়া সম্পাদক ওবায়দুর রহমান মাহিন, আলামিন আহমদ, শিক্ষা সাহিত্য সংস্কৃতি সম্পাদক সানিয়ান চৌধুরী, নিবাহী সদস্য রফিকুল ইসলাম লিংকন, নাসির উদ্দিন, রুবেল আহমদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরী। শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন ক্লাব সদস্য মাহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন রহিমিয়া হিফজুল করিম একাডেমির মুহতামিম মাওলানা মিসবাউজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766