৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৩ এপ্রি ২০২২ ০৬:০৪
সুরমাভিউ:- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি নং: চট্ট-১৯৩৩) উদ্দোগে ঈদের আগে বকেয়া বেতন পরিশোধ ও ঈদ বোনাসের দাবিতে ক্রীন ব্রিজের উত্তর পারে জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২২ এপ্রিল) রাত ১০ টায় মিছিলটি কোর্ট পয়েন্ট শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনছার আলীর পরিচালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা সহ সভাপতি আবুল কালাম আজাদ সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ মুহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক বদরুল আজাদ, প্রচার সম্পাদক রাশেদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী শাহপরান থানা কমিটির সভাপতি মোঃ জয়নাল মিয়া, স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ শান্ত প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন: বাংলাদেশের শ্রম আইনে স্পষ্ট স্রমিকদের উৎসব বোনাস প্রদান করার কথা থাকলেও হোটেল মালিকরা শ্রম আইনের ২(২ক) লঙ্গন করে শ্রম আইনকে বিদ্যাঙ্গুলী দেখিয়ে শ্রমিকদের তার আইনি অধিকার থেকে বঞ্চিত করে আসছে। শ্রমিকরা একাধিকবার জেলা প্রশাসক ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক বরাবর স্রারকলিপি দিলেও তার কোনো সুফল হয়নি। তাই প্রতি বছরের মতো হোটেল শ্রমিকদের আইনি পাওনা আদায়ের প্রেক্ষিতে রাস্তায় নামতে হয়, করতে হয় মিছিল মিটিং।
বক্তারা আরো বলেন, সরকার যখন উন্নয়নের গালভরা বুলি আওরায়, তখন একজন হোটেল শ্রমিক তার পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে।
রমজান মাস আসলে তা ভয়াবহ আকার নেয়। সরকার শ্রম আইন কার্যকর করার জন্য যে সকল দপ্তর সমূহকে দায়িত্ব দিয়েছেন তাদের মালিক তোষননীতির কারণে শ্রমিকরা আজও মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহের প্রতি উদাত্ত আহবান জানান এবং সকল শ্রমিকদের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766