মাসজিদ আল গুরাবা ভিত্তি ফলক উন্মোচন আলোচনা ও ইফতার

প্রকাশিত:শুক্রবার, ২২ এপ্রি ২০২২ ১২:০৪

মাসজিদ আল গুরাবা ভিত্তি ফলক উন্মোচন আলোচনা ও ইফতার

সুরমাভিউ:-  সুনামগঞ্জে মাসজিদ আল গুরাবা এর ভিত্তি ফলক উন্মোচন আলোচনা ও ইফতার মাহফীল অনুষ্টিত হয়।বৃঃস্পতিবার পবন কমিউনিটি সেন্টারে মাসজিদ আল গুরাবা এন্ড ইসলামিক সেন্টারের আয়োজনে আলোচনা ও ইফতারের আয়োজন করা হয়।

ইফতার পূর্ববর্তি আলোচনায় বিশেষ আলোচক শায়েখ ড. আহমাদুল্লাহ ত্রিশালী বলেন আল্লাহ তায়ালা মুসলিম উম্মার উপড় রোজা ফরজ করেছেন রোজার মাধ্যমে তকওয়া অর্জন হলে  তোমার সামনে পাপের সুযোগ আসে, কোন অন্যায়ের সুযোগ আসে তখন তোমার ভিতরের তাকওয়া তোমাকে বাঁধা দেবে।তোমার ভিতরের সকল কু প্রবৃতি কে তাকওয়া বাধাঁ দিবে তোমাকে অন্যায় কাজ থেকে ফেরাতে কোন বাহিনির প্রয়োজন হবেনা।

প্রধান আলোচক ও বিষেশ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন শায়েখ ড. আহমাদুল্লাহ ত্রিশালী সহকারী পরিচালক বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ একাডেমি, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন এডভোকেট আবুল হোসেন ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কালাম আহমদ চৌধুরী ডেপুটি রেজিস্টার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, আব্দুল হান্নান তালুকদার মুতায়াল্লি পূর্ব হাছন নগর তালুকদার বাড়ী জামে মসজিদ, জি এম তাশহিজ পরিচালক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, প্রকৌশলী আব্দুল বাছিত চৌধুরী কনসালটেন্ট দি এবিসি ইঞ্জিনিয়ার্স।

এ সংক্রান্ত আরও সংবাদ