পবিত্র মাহে রমাদ্বান হচ্ছে মানবতার মুক্তি সনদ : মেয়র আরিফ

প্রকাশিত:শুক্রবার, ২২ এপ্রি ২০২২ ০৮:০৪

পবিত্র মাহে রমাদ্বান হচ্ছে মানবতার মুক্তি সনদ : মেয়র আরিফ

সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, পবিত্র মাহে রমাদ্বান হচ্ছে মানবতার মুক্তিসনদ। আমাদের সবাইকে কুরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনা করতে হবে। তিনি বলেন, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতা দিয়ে তাহিরপুর বাসিন্দারা সিলেটে বসবাস করে যাচ্ছেন। তিনি তাহিরপুর নাগরিক পরিষদ সিলেটের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করায় সকলকে ধন্যবাদ জানান।

তিনি শুক্রবার (২২ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে তাহিরপুর নাগরিক পরিষদ সিলেটের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তাহিরপুর নাগরিক পরিষদ সিলেটের সভাপতি মোঃ এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ  ইউপি চেয়ারম্যান হাজী মো. ইউনুস আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাস্টার রফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন, ডা. লোকমান হেকিম, মাস্টার আব্দুল হাই, মো. এমদাদুল হক তালুকদার, রেজাউল আলম তালুকদার, প্রভাষক আকমল হোসেন, প্রভাষক মো. ইমদাদুল হক, ইন্সপেক্টর ফারুক আহমদ, মো. বেলাল ইসলাম, মার্জিল হোসেন, আব্দুর রউফ, ইমাম হোসেন, নাজির হোসেন, হাবিবুর রহমান, আলীমান আখন্দ, আঙ্গুর মিয়া, জসিম উদ্দিন, সার্জেন্ট হাবিব, সায়েম তালুকদার, ইব্রাহিম আহমদ মনির প্রমুখ।

সমিতির পক্ষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক দাওয়াতে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ