জনগণের সহযোগিতায় আগামীর উন্নয়নে আমরা আরো এগিয়ে যাবো : আতাউর রহমান

প্রকাশিত:শুক্রবার, ২২ এপ্রি ২০২২ ০৭:০৪

জনগণের সহযোগিতায় আগামীর উন্নয়নে আমরা আরো এগিয়ে যাবো : আতাউর রহমান

সুরমাভিউ:-  পলাশ সেবা ট্রাস্ট্রের ব্যবস্থাপনায় জগন্নাথপুর উপজেলার আউদত শাহারপাড়ায় শেখ আব্দুর রাজ্জাক হাফিজিয়া মাদ্রাসায় গত বুধবার এক আলোচনা সভা, বস্ত্র বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পলাশ সেবা ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী হোটেল পলাশের সত্ত্বাধিকারী শেখ হারুন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, রমজানের ত্যাগ ও শিক্ষা সারা বছর ধরে রেখে মানুষের কল্যাণ করা যায়। পলাশ সেবা ট্রাস্ট একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান। তিনি বলেন, আমরা চেষ্টা করছি অত্র এলাকার মানুষের সার্বিক কল্যাণে বেশি বেশি কাজ করা। আতাউর রহমান বলেন, জনগণের সহযোগিতায় আগামীর উন্নয়নে আমরা আরো এগিয়ে যাবো।

সমাজসেবী শেখ ফয়জুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ৭নং সাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, হাফেজ মাওলানা শামসুল ইসলাম ভাদেশ্বরী, হাফিজ নুরুল হক, হাফিজ মাওলানা ইয়াহিয়া, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে সিলেট জেলার সভাপতি রুহুল ইসলাম মিঠু, সিলেট উইনার কলেজের প্রিন্সিপাল আব্দুল আউয়াল কামাল, আইসিটি বিভাগের প্রভাষক সামসুজ্জামান সানি সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বস্ত্র, শিক্ষা সামগ্রী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ