২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ এপ্রি ২০২২ ০৪:০৪
সুরমাভিউ:- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, মানুষ নানা প্রয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। কেউ কেউ স্থায়ীভাবে অন্যত্র বসোবাসও করেন। তবে যে যেখানেই থাকেন না কেন, শিকড়ের টান উপেক্ষা করা খুব কঠিন কাজ। অসম্ভব বলা যায়। আর তাই শেকড়ের টানে বা ডাকে আমাদের সাড়া দিতে হয়।
তিনি বলেন, গোলাপগঞ্জ উপজেলার যেসব মানুষ নগরীর উপশহরে বসোবাস করছেন, তারা আজ এখানে ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে পরস্পরের কাছে এসেছেন। এতে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে আমি মনে করি। ইউনাইটেড গোলাপগঞ্জ আগামীতে বড় এবং শক্তিশালী সংগঠন হিসাবে নিজের অস্তিত্বের জানান দিবে বলেই আমার বিশ্বাস। এই সংগঠন উপশহর এলাকায় বসোবাসরত গোলাপগঞ্জ উপজেলাবাসীর সুখদুঃখের মুখপাত্র হয়ে উঠবে।
শোয়েব বুধবার ( ২০ এপ্রিল ) সন্ধ্যায় উপশহর এলাকায় বসোবাসরত গোলাপগঞ্জ উপজেলাবাসীর সংগঠন ইউনাইটেড গোলাপগঞ্জের উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভা যৌথভাবে পরিচালনা করেন মো. মহসিন মজনু ও দিদার হোসেন রুবেল।
উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান (উনু মিয়া), মো. মাসহুদুল হুদা খান, মো. এমাদ উদ্দিন, মো. নুরুল হক, মো. দিদার হোসেন, মো. আবুল হাসনাত, মো. বলাল উদ্দিন, আফ্তাব উদ্দিন, মো. হাসান আলী, মো. সাইহান উদ্দিন, সাজু পাঠওয়ারী, খালিকুর রহমান, সাজলু লষ্কর, ফজলুল ইসলাম ফজলাই, আজিজুল হোসেন আজিজ, রুহিন আহমদ, মো. এনাম হোসেন বাবলু, আবুল হাসান, আদনান হোসেন রাজ, মো. সিরাজ বক্স, রমিজ উদ্দিন, মো. ইলিয়াস মিয়া, নুরুজ্জামান খান, খালেদ আহমদ, জাহেদ আহমদ, আব্দুল বাছিত, রনি তালুকদার, রোবেল আহমদ, মো. মিজানর রহমান, ডা. আক্তার হোসেন, মো. আনুয়ারুল হক, এম জহিরুল ইসলাম মখর, লায়েকুল ইসলাম, জুবেল আহমেদ ওজি, মো. কাউসার, মো. আবু তাহের, সোহেল আহমদ, কাউসার আহমেদ টিটু, আব্দুল মন্নান, সিরাজুল ইসলাম মানিক, আলমগীর মৌশাদ, সিদ্দিক আহমদ, হেলাল উদ্দিন, রিপন আহমদ, সাজু মিয়া, রুবেল আহমদ রুহিন, আব্দুর রউফ, মো. মাহফুজুর রহমান মামুন, মো. মতিউর রহমান, মো. ফলিক আহমেদ, ইমরান আহমেদ, নুমাইন আহমদ, লিমন জামান, আব্দুল কাদির, মো. আজির আহমেদ, মো. মহির উদ্দিন, এসএম ফাসিক, মো. ফরিজ উদ্দিন, আব্দুল শুকুর, গোলাম মাহমুদ, মো. নুর উদ্দিন, রেদওয়ান উদ্দিন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, শাহজালাল উপশহর হিফজুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা মোহা. ফরিদ উদ্দিন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766