উপশহরস্থ ইউনাইটেড গোলাপগঞ্জের আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ এপ্রি ২০২২ ০৪:০৪

উপশহরস্থ ইউনাইটেড গোলাপগঞ্জের আহবায়ক কমিটি গঠন
সুরমাভিউ:-  সিলেট নগরীর উপশহরস্থ ইউনাইটেড গোলাপগঞ্জের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার ( ২০ এপ্রিল ) সন্ধ্যায় উপশহর এলাকায় বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দাদের নিয়ে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

এসময় ডা. মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং মো. মহসিন মজনু ও দিদার হোসেন রুবেল এর যৌথভাবে পরিচালনায় সর্বসম্মতিক্রমে নুর উদ্দিনকে আহবায়ক ও মো. দিদার হোসেন রুবেলকে সদস্য সচিব ও ৯জনকে যুগ্ম আহবায়ক করে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

যুগ্ম আহবায়করা হলেন, মো. মহির উদ্দিন, মহসিন মজনু, সাজলু লস্কর, মাষ্টার মো. নুরুল হক, মো. মাহবুবুর রহমান, আলহাজ্ব মো. সিরাজ বক্স, অজি মোহাম্মদ কাওছার, খালিলুর রহমান, আজিজুল ইসলাম আজিজ।

এরআগে সন্ধ্যায় উপশহর এলাকায় বসবাসরত গোলাপগঞ্জ উপজেলাবাসীর সংগঠন ইউনাইটেড গোলাপগঞ্জের  উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

এ সংক্রান্ত আরও সংবাদ